বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশের জুয়েলারি দোকানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই সিদ্ধান্ত জানায়।
বাজুস জানায়, সহ-সভাপতি রিপনুল হাসানকে হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সংগঠনটির নেতারা ক্ষোভ প্রকাশ করেছে এবং তাঁর দ্রুত ও নিঃশর্ত মুক্তি চেয়েছে। এই কারণেই তারা দেশজুড়ে জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক বিবৃতিতে বলেন, রিপনুল হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং তা জুয়েলারি শিল্প ও ব্যবসায়ীদের মর্যাদার ওপর সরাসরি আঘাত।’
তারা আরও বলেন, ‘একজন সম্মানিত ব্যবসায়ী নেতাকে এইভাবে গ্রেপ্তার করায় আমরা গভীরভাবে মর্মাহত। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত তার মুক্তি দাবি করছি।’
এর আগে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।