রাজধানীর গ্রেফতারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন একই থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি থানা থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় থানার কর্তব্যরত এক উপ-পরিদর্শককে (এএসআই) তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় রাজধানীর উত্তরাপূর্ব থানার সাবেক ওসি মো: শাহ আলম গ্রেফতার করা হয়। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানায় আনা হয়েছিল।
পুলিশ জানায়, গত ১ আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানার ভারপ্রপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন শাহ আলম। গত ৫ আগস্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এসময় তিনি কৌশলে পালিয়ে যান। তাকে পুনরায় গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।
এ বিষয়ে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হত্যা মামলায় গ্রেফতার সাবেক ওস মো: শাহ আলমকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে তিনি কৌশলে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানার কর্তব্যরত (এএসআই) মো: সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর পাশাপাশি থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। পুনরায় তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।