পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী আবাসনে ঘরে ঢুকে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে নুর আলম (২১) নামের এক কলেজছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কলেজছাত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত নুর আলম একই এলাকার কাওসার ব্যাপারীর ছেলে।
মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টিয়াখালী আবাসনে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, এই ঘটনায় ভিকটিম স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে পুলিশ নুর আলমকে গ্রেফতার করে।
তিনি বলেন, গতকাল রাতে ওই স্কুলছাত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় নুর আলম কৌশলে তার ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করে। ওই সময় তার ডাকচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে নুর আলম ঘটনাস্থল পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে অভিযান চালিয়ে ওই রাতেই অভিযুক্ত নুরকে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আজ সকালে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই গ্রেফতার দেখিয়ে নুর আলমকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।