সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, এই দেশে মানুষ বিচার পায় না। ঘুসের রমরমা বাণিজ্য হয়। তবে আমরা এমন বিচারব্যবস্থা নিশ্চিত করতে চাই, যেখানে রাষ্ট্রের কোনও বিচারক বা কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারী ঘুসের টাকার দিকে হাত বাড়ানোর দুঃসাহস দেখাবে না। কেউ যদি ঘুসের দিকে হাত বাড়ায় তাহলে সেই হাত ভেঙে অবশ করে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মাগুরার নোমানী ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মানবিক সরকার গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
ঘুষ আর দুর্নীতিমুক্ত দেশ গঠনের কথা বলে ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি দেশ চাই যেখানে সাংবাদিক ভাইয়েরা নির্ভয়ে বলবে তুমি কালো, তুমি সাদা। আমরা সেই স্বাধীনতা নিশ্চিত করতে চাই। ঘুষ এবং দুর্নীতি এই দুটিই সমাজের ক্যান্সার। এই ক্যান্সার দূর করতে না পারলে কেউ স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবে না।
অতীতে জামায়াত ইসলামী কখনও চাঁদাবাজি করেনি বলে দাবি করে জামায়াতের আমির বলেন, আমরা আপনাদের জানাচ্ছি অতীতে আমরা কখনও চাঁদাবাজি করি নাই। এখনও করছি না। আর ভবিষৎতেও খনও আমরা করবো না। আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনার সুযোগ দেন, এই দেশে আমরা কাউকে চাঁদাবাজি করতে দেবো না। আমরা দখলবাজি চালাই না, আর ভবিষৎতেও কাউকে দখলবাজি চালাতে দেওয়া হবে না।
জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসেন, যশোর- কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আবদুল মতিন, ড. আলমগীর বিশ্বাস, মাওলানা আজিজুর রহমান ও শহীদ মিঠু বিশ্বাস মারুফের বাবা মোহাম্মদ শাহজাহান।