চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের পেনিনসুলা হোটেল থেকে এক বিদেশি নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যাক্তির নাম জজলো মাইকেল সিজারবেয়া এবং তিনি পোল্যান্ডের নাগরিক।
সোমবার (০৪ মার্চ) দুপুরে পেনিনসুলা হোটেলের ৯১৫ নম্বর কক্ষের বিছানা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তার মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জজলো মাইকেল সিজারবেয়া ঢাকার বিগস্টার বায়িং হাউজ নামের একটি প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কাজ করতেন। তিনি চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) ক্যানপার্ক নামের ১টি প্রতিষ্ঠানে কোয়ালিটি চেক করতে এসেছিলেন।
গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) তিনি পেনিনসুলা হোটেলে ওঠেন। রবিবার (০৩ মার্চ) থেকে রুমের ভেতরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
চট্টগ্রাম নগরীর পেনিনসুলা হোটেল থেকে মরদেহ উদ্ধারের বিষয়ে সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, নিহত বিদেশির মাথার পিছনে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। খাটে এবং ফ্লোরে রক্তের দাগও পাওয়া গেছে। এ ছাড়া রুম এলোমেলো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। আমরা এ বিষয়ে তদন্ত করছি।