চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশে’ অংশ নিয়ে চমকে দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
শনিবার (১০ মে) বিকেলে মাঠে পৌঁছান তিনি। তাঁর উপস্থিতি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
সমাবেশে তামিম বলেন, “এক সময় চট্টগ্রাম ছিল দেশের ক্রীড়াক্ষেত্রে এক উজ্জ্বল নাম, বিভিন্ন খেলায় এখানকার প্রতিনিধিত্ব ছিল চোখে পড়ার মতো। কিন্তু এখন সেখান থেকে পর্যাপ্ত খেলোয়াড় উঠে আসছে না। কেন এমন হচ্ছে, এই প্রশ্নের উত্তর আমাদের সবার খুঁজে বের করতে হবে। আমি আশাবাদী, আমরা আবারও সেই হারানো অবস্থান পুনরুদ্ধার করতে পারব।”।” তাঁর এই বক্তব্যে সমাবেশে উপস্থিত তরুণদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
বিএনপির তিন অঙ্গসংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল—‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’। এতে তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রাম মহানগর’সহ বিভাগের ৯৯টি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পলোগ্রাউন্ড এলাকা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তামিম ইকবালের উপস্থিতি এ সমাবেশকে ঘিরে আগ্রহ আরও বাড়িয়ে তোলে। তিনি মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অনেক নেতাকর্মী ও উপস্থিত মানুষ তার সঙ্গে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। তার উপস্থিতিকে কেউ কেউ ‘তারুণ্যের প্রতি একাত্মতা’ হিসেবে দেখছেন।