চট্টগ্রামের আনোয়ারায় হলি হেলথ নামের একটি বেসরকারি হাসপাতালের এক্স-রে কক্ষ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ এর সদস্যরা। শুক্রবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘির মোড় এলাকার হাসপাতালটি থেকে ওই সাপ উদ্ধার করা হয়।
জানা যায়, হলি হেলথ হাসপাতালের এক্স-রে কক্ষটি ভবনের নিচতলায় অবস্থিত। শুক্রবার সন্ধ্যার দিকে এক্স-রে করাতে গিয়ে একটি সাপ দেখতে পান হাসপাতালের কর্মচারীরা।
এতে তারা আতঙ্কিত হয়ে চারিদিকে ছোটা-ছুটি করতে থাকে। পরে খবর দেওয়া হলে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ এর সদস্যরা রাত ৯টার দিকে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।
চট্টগ্রামের আনোয়ারায় হাসপাতালের কক্ষ থেকে সাপ উদ্ধারের বিষয়ে উদ্ধারকারী দলের সদস্য মো: মেহরাজ হোসেন জানান, প্রায় ১০ মিনিট চেষ্টার পর শঙ্খিনী নামক বিষধর সাপটি উদ্ধার করা হয়। সাপটি প্রায় ৪ ফুট লম্বা।