চট্টগ্রামের রাউজানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়ে মো: মুছা (৪৫) নামের এক ওমান প্রবাসী ও বিএনপি নেতা মারা গেছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাজীপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মুছা পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকার মৃত কবির আহমেদের ছেলে। তিনি ওমানে ওয়ালজা শাখা বিএনপির সহসভাপতি ছিলেন।
নিহতের ভাই মো: ইউছুফ জানান, ভাইয়ের সাথে আমি রাউজান হাজীপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষ করে মসজিদ সংলগ্ন কবরস্থানে মা ও বাবার কবর জেয়ারত শেষ করি। এ সময় হঠাৎ দুইজন যুবক এসে আমার ভাই মুছাকে মসজিদের পাশের একটি টয়লেটের সামনে ডেকে নিয়ে নির্দয়ভাবে মারধর শুরু করে। তাদের সঙ্গে আরো কয়েকজন যুবক মারধরে অংশ নেয়। মারধরের এক পর্যায়ে আমার ভাই মাটিতে লুটেয়ে পড়ে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মোছা: জান্নাতুল ফেরদৌস জানান, আমার স্বামীকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার দুই ছেলেকে এতিম করেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
চট্টগ্রামের রাউজানে প্রবাসী বিএনপি নেতাকে হত্যার বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, পিটিয়ে হত্যা করে হয়েছে এমন কোনো অভিযোগ আমরা পায়নি। চিকিৎসক সূত্রে জানতে পেরেছি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। যেহেতু রাজনৈতিক বিষয় জড়িত রয়েছে তাই আমরা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। যদি পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসে তাহলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।