চাঁদপুর শহরে একটি ফ্ল্যাট বাসা থেকে সুমাইয়া আক্তার নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে শহরের নাজিরপাড়া এলাকার ইউসুফ ভিলার ৪র্থ তলার ভাড়া বাসার দরজা ভেঙে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া আক্তার চাঁদপুর সদর উপজেলার তরপুচন্ডী ইউনিয়নের কাঠেরপুল এলাকার নিপু কাজীর স্ত্রী। তিনি পুরানবাজার ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী ছিলেন।
জানা গেছে, গত ২ বছর আগে চাঁদপুরের সদর উপজেলার তরপুচন্ডী ইউনিয়নের কাঠেরপুল এলাকার মো: শাহজাহান কাজীর ছেলে নিপু কাজীর সঙ্গে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। তবে এই বিয়ের পর থেকেই শাশুড়ির সঙ্গে নানা বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও ঝগড়া-বিবাদ চলছিল তার। এরইমধ্যে ৫ বান্ধবী মিলে নাজিরপাড়ায় ইউসুফ ভিলার ৪র্থ ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থেকে পড়াশোনা করতো সুমাইয়া।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে সুমাইয়া তার শ্বশুর বাড়িতে যায়। কিন্তু গত দুদিন আগে শ্বশুর বাড়িতে শাশুড়ির সঙ্গে ঝগড়া হলে সুমাইয়া তার নাজিরপাড়ায় ভাড়া ফ্ল্যাট বাসায় এসে অভিমান করে দরজা আটকে গলায় রশি পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন তার পরিবারের স্বজনরা।
এদিকে বাড়ির মালিক জানান, তার বাড়ির ৪র্থ তলার থেকে দুর্গন্ধ পেয়ে তিনি ট্রিপল ‘৯৯৯’ এ ফোন করে পুলিশকে জানায়। এরপর চাঁদপুর সদর মডেল থানার (এসআই) আব্দুল আলিম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া বাসার দরজা ভেঙে সুমাইয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
চাঁদপুর শহরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।