চাকরিতে পুনর্বহালের দাবিতে বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচ থেকে অব্যাহতি প্রাপ্তরা ফের অবস্থান কর্মসূচি পালন করছেন।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে সচিবালয়ের ১নম্বর গেটের বিপরীতে ওসমানী উদ্যানের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর আগে, গত ৫ জানুয়ারি রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে তারা।
চাকরিপ্রত্যাশী রবিউল ইসলাম বলেন, চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা সেখনে কোনও স্লোগান দেইনি, কোনও বিক্ষোভও করি নাই। আমরা আমাদের ন্যায্য দাবির পক্ষে দাঁড়িয়েছি। আমরা আশা করছি সরকার এই বিষয়ে দ্রুত একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার ১ মাস আগে তাদের অব্যাহতি দেওয়া হয়।