দীর্ঘ কয়েক মাস ধরে স্থবির চালের বাজারে অবশেষে নড়চড় দেখা দিয়েছে। বিশেষ করে চিকন চালের দামে স্বস্তির হাওয়া টের পাওয়া যাচ্ছে রাজধানীর বিভিন্ন বাজারে। ব্যবসায়ীদের দাবি—নতুন বোরো ধান বাজারে আসতে শুরু করায় এই পরিবর্তন ঘটেছে।
শুক্রবার (০২ মে) রাজধানীর কারওয়ান বাজার, কেরানীগঞ্জের আগানগরসহ একাধিক বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় সরু চালের দাম কমেছে ২ থেকে ৪ টাকা পর্যন্ত। তবে মোটা ও মাঝারি দানার চাল এখনও আগের দামে বিক্রি হচ্ছে।
চালের বাজারে সাম্প্রতিক এই পরিবর্তন নিয়ে ব্যবসায়ী ও ভোক্তারা উভয়েই আশাবাদী। কারওয়ানবাজারের চাল ব্যবসায়ী রাকিব জানান, “নতুন মিনিকেট চাল বাজারে আসতে শুরু করেছে। যার কারণে দাম কিছুটা কমেছে। সামনে ধান তোলার গতি বাড়লে বাজার আরও স্থিতিশীল হবে বলে মনে করছি।”
বাজারে বর্তমানে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮৪ থেকে ৮৮ টাকা, আটাইশ ৬০–৬২ টাকা, স্বর্ণা ৫৫ টাকা, নাজিরশাইল ৭৬–৮৮ টাকা এবং পোলাও চাল ১১৬–১১৮ টাকায়।
তবে ভোক্তারা বলছেন, দেশের ধান উৎপাদন ভালো হলেও বাজারে এর সুফল তেমনভাবে মিলছে না। এক ক্রেতা, মাশরুর হোসেন বলেন, “চিকন চালের দাম একটু কমেছে—এতে কিছুটা স্বস্তি মিলেছে ঠিকই, তবে দাম এখনও অযৌক্তিকভাবে বেশি। বাজারে নজরদারি আরও বাড়াতে হবে।”
চালের বাজারে স্বস্তি ফেরানোর প্রসঙ্গে গত ১৩ এপ্রিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছিলেন, “নতুন ধান উঠতে শুরু করেছে, দুই সপ্তাহের মধ্যে বাজারে চালের দাম সহনীয় হয়ে যাবে।”