শনিবার, ১২ জুলাই, ২০২৫

চুরির অভিযোগে হাত-পা বেঁধে শিশুকে নির্যাতন, বয়স বাড়িয়ে দেওয়া হয় মামলা

বিশেষ সংবাদ

সুনামগঞ্জের ছাতকে চুরির অভিযোগে ১৩ বছরের শিশু কামিল আলীকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু নির্যাতনেই শেষ হয়নি, তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করাও হয়েছে। যেখানে তার বয়স দেখানো হয়েছে ২০ বছর।

গত (৩০ জুন) ঘটনাটি ঘটেছে। স্থানীয় একটি সবজির আড়তে কাজ করত শিশুটি। সেখানে তাকে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা ধরে মারধর করা হয়। এমনকি তার চোখে শলার খোঁচাও দেওয়া হয়।

কামিল আলীর শরীরজুড়ে আঘাতের চিহ্ন, চোখে এখনও ফোলা। চোখের মণিতে এখনও রক্তাক্ত দাগ স্পষ্ট। চোখে ঝাড়ুর শলা ঢুকিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। তার পায়ে, হাতে, মুখে সবখানেই ক্ষত। চিকিৎসকের মতে, আঘাতগুলো গুরুতর এবং শিশু মানসিকভাবে বিপর্যস্ত।

ভুক্তভোগী শিশু কামিল আলী ছাতক পৌর শহরের মণ্ডলীভোগ এলাকার বাসিন্দা। তার বাবা সুহেল মিয়া একজন পিকআপচালক। অভাবের সংসারে হাত বাড়াতে কামিলকে কাজে পাঠানো হয়েছিল স্থানীয় এক সবজির আড়তে। সেখানে রমিজ আলী নামের এক আড়তদারের অধীনে কাজ করত সে।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, রমিজ আলীর দুই ছেলে মোস্তাকিন ও মোক্তাদির, এবং তাদের তিন সহযোগী ময়না, সুজন ও কাজল চুরির অপবাদ দিয়ে কামিলের ওপর নির্যাতন চালায়। প্রথমে বেল্ট দিয়ে মারধর করা হয়। এরপর হাত-পা বেঁধে লাঠি ও ঝাড়ু দিয়ে পেটানো হয়। এমনকি ছাদের ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয় শিশুটিকে। রাতে তার বিরুদ্ধে থানায় মামলাও করা হয়। মামলায় তার বয়স লেখা হয় ২০ বছর।

পরদিন ১ জুলাই সুনামগঞ্জ শিশু কালিমকে আদালতে তোলা হলে বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ জামিন মঞ্জুর করেন এবং বলেন, “শিশু অপরাধ করলেও তাকে শারীরিক নির্যাতন করার অধিকার কারও নেই।”

আদালত শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জন ও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে নির্যাতনকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশকে।

কামিল আলী বর্তমানে বাসায় থাকলেও ঘুমাতে পারে না ঠিকভাবে। চোখে এখনও পানি পড়ে, ব্যথা রয়েছে শরীরজুড়ে।

তার মা কল্পনা বেগম বলেন, “আমার ছেলে ভালো করে দেখতে পারে না। প্রচণ্ড কষ্টে আছে।” বাবা সুহেল মিয়ার অভিযোগ, “ওরা এখন আমাদের ভয় দেখাচ্ছে। আপস করতে বলে হুমকি দিচ্ছে।”

অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। রমিজ আলী বলেন, “ছেলেটি ছাদ থেকে পড়ে গেছে, কেউ মারেনি।

ছাতক থানার অফিসার ইনচাজ (ওসি) মুখলেছুর রহমান বলেন, “এ বিষয়ে আমি এখন কথা বলতে পারছি না।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজলসহ দুজনের বিরুদ্ধে মামলা

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তাঁর ব্যক্তিগত সহকারী মো. ফয়সালের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। আদালত সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন...

শেরপুরে সংগীত ওস্তাদ আবুল কাশেমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে লালন চর্চা ও গবেষনামূলক সংগঠন ভবের হাটের আয়োজনে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সংগীত ওস্তাদ মরহুম আবুল কাশেমের স্মরণে স্বরণ সভা ও দোয়া...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুর উপজেলায় রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মির্জাপুর...

তুমি আমার ভালোবাসা নিয়ে গেছ’, সুইসাইড নোটে লিখে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সুইসাইড নোটে চারজনের নাম উল্লেখ করে মৃত্যুর জন্য তাদের...

খুলনায় প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

খুলনায় প্রকাশ্যে মাহবুবুর রহমান (৩৪) নামে যুবদলের এক নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে...

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুর উপজেলায় রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ নভেম্বর)...

তুমি আমার ভালোবাসা নিয়ে গেছ’, সুইসাইড নোটে লিখে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সুইসাইড নোটে চারজনের...

খুলনায় প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

খুলনায় প্রকাশ্যে মাহবুবুর রহমান (৩৪) নামে যুবদলের এক নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।...

কুষ্টিয়ায় অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কুষ্টিয়ার সদর উপজেলার মোল্লাতেঘড়িয়া এলাকা থেকে অটোরিকশাচালক রফিকুল ইসলামের (৫০) ঝুলন্ত লাশ করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী...

বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরা হলো না ছেলের

কুমিল্লার মনোহরগঞ্জে বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে...

বগুড়ায় আওয়ামী লীগের সাবেক সভাপতির চার বছরের কারাদণ্ড

বগুড়ার শিবগঞ্জে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের...