সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের’ মামলায় ৭ বছরের সাজার রায়ের বিরুদ্ধে করা আপিলের রায়ে খালাস পেয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন।
মামলা থেকে খালাস পাওয়ার পর সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, আপিলের রায়ে আমি খুশি। পতিত ফ্যাসিস্ট সরকারের পতন না হলে আমি হয়তো এই খালাস পেতাম না।
এর আগে, দেশে ফিরে গত ২৯ সেপ্টেম্বর এই মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। এই দিন মামলাটিতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরে গত বছরের ৩ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তিনি আপিল করেন। ওইদিন জামিন পান দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান।