রবিবার, ১৮ মে, ২০২৫

জাতীয় জীবনে ২৬ মার্চ গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস: সেনাপ্রধান

বিশেষ সংবাদ

জাতীয় জীবনে ২৬ মার্চ গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই কথা বলেন।

সেনাপ্রধান বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনে দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭১ সালের এই দিনে এ দেশের মুক্তিকামী আপামর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এ কারণেই ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।”

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করে সেনাপ্রধান বলেন, “স্বাধীনতা ও জাতীয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেসব বীর শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।”

তিনি আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখার জন্য সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত। মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জাতীয় দুর্যোগ মোকাবিলা, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি।”

সেনাপ্রধান আরও বলেন, “স্বাধীনতার পর থেকে সময়ের পরিক্রমায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনীরূপে আত্মপ্রকাশ করেছে। দেশমাতৃকার প্রয়োজনে যে কোনো দায়িত্ব পালনে সেনাবাহিনীর আধুনিকায়ন ও সমর সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিতভাবে অত্যাধুনিক সমরাস্ত্র সংযোজন এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন বাস্তবায়িত হচ্ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের সেনাবাহিনী এখন সুপ্রশিক্ষিত, দক্ষ এবং সদা প্রস্তুত।”

জাতীয় জীবনে ২৬ মার্চের তাৎপর্য অনুধাবন করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

গায়ে হাত দেননি শামীম, ধর্ষণের অভিযোগে দুঃখপ্রকাশ প্রিয়াঙ্কার

অভিনয়শিল্পী সংঘের সালিস বৈঠকে নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। বেশ কিছু দিন আগে এক...

খলনায়ক মিশা সওদাগরকে মারধরের ভিডিও ভাইরাল নিয়ে যা জানা গেল

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। ভিডিওটিতে দাবি করা হয়, জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর নাকি একদল লোকের হাতে...

জনপ্রিয়

অপরাধ

নির্বাচন ইসির বিষয়, আমার নয়: এম সাখাওয়াত হোসেন

জাতীয় নির্বাচন হবে কি না—এ নিয়ে মাথা ঘামাতে রাজি নন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলছেন, “নির্বাচন নিয়ে ভাবার...

আওয়ামী লীগ নেতাসহ দুই শতাধিক মৎস্য ব্যবসায়ীর এনসিপিতে যোগদান

মাদারীপুরের রাজৈরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা ও মৎস্য ব্যবসায়ী সমিতির দুই শতাধিক সদস্য। শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার টেকেরহাট...

ফেসবুক পোস্টে ‘স্যাড’ রিয়েক্ট, পাঁচ মৎস্য কর্মকর্তাকে শোকজ

সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানানোয় মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে ৪ জন...

নির্বাচন ইসির বিষয়, আমার নয়: এম সাখাওয়াত হোসেন

জাতীয় নির্বাচন হবে কি না—এ নিয়ে মাথা ঘামাতে রাজি নন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত...

আওয়ামী লীগ নেতাসহ দুই শতাধিক মৎস্য ব্যবসায়ীর এনসিপিতে যোগদান

মাদারীপুরের রাজৈরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা ও মৎস্য ব্যবসায়ী সমিতির দুই শতাধিক...

ফেসবুক পোস্টে ‘স্যাড’ রিয়েক্ট, পাঁচ মৎস্য কর্মকর্তাকে শোকজ

সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানানোয় মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি...

গায়ে হাত দেননি শামীম, ধর্ষণের অভিযোগে দুঃখপ্রকাশ প্রিয়াঙ্কার

অভিনয়শিল্পী সংঘের সালিস বৈঠকে নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী প্রিয়াঙ্কা...

শেরপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সিএনজি জব্দ

বগুড়ার শেরপুরে প্রায় আড়াইশ লিটার দেশীয় চোলাই মদসহ এক...

রাউজানে আওয়ামী লীগ নেতার মাথা ন্যাড়া, পরানো হলো জুতার মালা

চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে মারধরের পর...