বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,জামায়াত নেতা আজহারুল ইসলামকে মুক্তি দিন, না হলে আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠান। আমাদের ভাই এটিএম আজহারুলকে মুক্তি দিলে একজন মজলুম জননেতা মুক্তি পাবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের পাশে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামীর অনেক নেতাকে প্রহসনের ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ওই প্রহসনের শিকার হয়ে আজহারুল ইসলাম এখনও কারাগারের বন্দী রয়েছেন তিনি। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতেও তাকে মুক্তি দিচ্ছে না সরকার।
জামায়ত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না। তবে একজন মজলুম জননেতা মুক্তি পাবে বলে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে মুক্ত করতে হলে এই দেশের যুবসমাজকে এগিয়ে আসতে হবে বলেও জানিয়েছেন তিনি।।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হেলিকপ্টারযোগে জামায়েতের আমির ড. শফিকুর রহমান ভেদরগঞ্জে আসেন। উপজেলা জামায়াতের পথসভায় বক্তব্য দিয়ে তিনি উপজেলার মহেশকান্দি এলাকায় প্রয়াত বেলায়েত হুসাইনের বাড়িতে যান। বেলায়েত হুসাইন ঢাকার দারুস সালাম থানার সাবেক আমির ছিলে। ২০১৪ সালে আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি।