বাংলাদেশ জাতীয়তাবাদী দলো (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে মাগুরায় ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।
সোমবার (১৪ অক্টেবর) সকালে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন মো: রেজোয়ান কবির নামের এক ব্যক্তি। এসয় তিনি নিজেকে ঢাকা ক্যান্টনমেন্ট থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীর আইনজীবী মো: কাজী মিনহাজ উদ্দিন। মামলায় একমাত্র আসামি হিসেবে শমী কায়সারের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বাদীর আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে কটূক্তি করায় প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আসামি শমী কায়সারের বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন মামলার বাদী রেজোয়ান কবির।