রাজধানীতে প্রতীকী ম্যারাথনের মধ্য দিয়ে স্মরণ করা হলো ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি। শুক্রবার (১৮ জুলাই) সকালে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে অংশ নেন নানা বয়সের দৌড়বিদরা। এতে সবার সঙ্গে মিলিয়ে দৌড়ান উপদেষ্টা আসিফ মাহমুদও। তরুণদের মধ্যে ছিলো উচ্ছ্বাস, আয়োজনজুড়ে ছড়িয়ে পড়ে একধরনের সম্মিলিত উদ্দীপনা।
ম্যারাথনে অংশ নেওয়া একাধিক তরুণ দৌড়বিদ জানান, এমন আয়োজন তাদের অনুপ্রাণিত করে এবং ইতিহাস স্মরণের এই ব্যতিক্রমী উপায়কে তারা সাধুবাদ জানান।
ম্যারাথন দৌড় শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি ও পোস্ট শেয়ার করেন আসিফ মাহমুদ। পোস্টে তিনি লেখেন, ‘ছাত্র ও জনতার জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।’