টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহতরা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কালু শাহ ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন।
রাবিবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে কলেজ যাওয়ার উদ্দেশে তারা বাড়ি থেকে বের হয়। পরে নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর শেখ হাসিনা সেতুর ওপর এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, নাগরপুর উপজেলার শুনশি গ্রামের মো: ওমর সেতাব আলীর ছেলে মো: শাকিল আহমেদ (১৯) এবং পারবাইজোড়া গ্রামের মো: আদম আলীর ছেলে মো: মাসুম আলী (১৯)।
টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষের বিষয়ে, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে শেখ হাসিনা সেতুর ওপর ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ২ জন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘটনাস্থলে পৌছে ২ জনের মরদেহ উদ্ধারসহ ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।