টাঙ্গাইলের সখীপুরে দ্রব্যমূল্য নিয়স্ত্রণ করতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হোসেন পাটওয়ারী। শনিবার (১৬ মার্চ) বিকেলে সখীপুর বাজারের কয়েকটি হোটেল, মাছ, সবজি, ফলমূল ও নিত্য প্রয়োজনীয় দোকান ও বাজার মনিটরিং করেন।
বাজার ঘুরে ব্যাবসায়ীদের বিক্রয় মূল্য তালিকা দেওয়ানর নির্দেশ দিয়ে প্রাথমিক ভাবে বিক্রেতাদের সতর্ক করে দেন তিনি। বাজার মনিটরিং এর সময় সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সখীপুর বাজার বনিক সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো: লোকমান হোসেন প্রমুখ।
এসময় পৃথক দুইজন ব্যাবসায়ীক জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হোসেন পাটওয়ারী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ।
টাঙ্গাইলের সখীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হোসেন পাটওয়ারী জানান, সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয় এবং নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারেন সে জন্য বাজার মনিটরিং করা হচ্ছে। প্রত্যেক দোকানে মূল্য তালিকা দেওয়া থাকবে জনসাধারণকে মূল্য তালিকা দেখে সবকিছু ক্রয় করার জন্য বলা হচ্ছে। জনস্বার্থে আমাদের এ মনিটরিং-এর কার্যক্রম অব্যাহত থাকবে।