ঠাকুরগাঁও সদরে ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি মূর্তি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজার পুকর এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর বাজারের পশ্চিম পাশের বহুপুকুর নামক স্থানের একটি পুকুরের মাটি কাটাতে গিয়ে স্থানীয় শ্রমিকরা মূর্তিটি দেখতে পায়। পরে ওই শ্রমিকদের কাছ থেকে মূর্তিটি নিয়ে ইয়াছিন আলী নামের এক ব্যবসায়ী স্থানীয় পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মূর্তিটি তাদের হেফাজতে নিয়ে যায়।
বেগুনবাড়ি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান বনি আমিন বলেন, পুকুরে একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে, মূর্তিটির ওজন ৩৩ কেজি ৮০০ গ্রাম। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মূর্তিটি নিয়ে যায়।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. বি. এম ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।