শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

বিশেষ সংবাদ

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) মো: আল আমিন (২৩) নামের এক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃতু হয় তার।

মৃত আল আমিন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। টাঙ্গাইল জেলায় তার গ্রামের বাড়ি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আল আমিনের শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাত ১০টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকে। এরপর দিবগত রাত ২টার দিকে মারা যান তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তার সহপাঠীদের সহযোগিতায় আল আমিনের মরদেহ টাঙ্গাইলে গ্রামের বাড়িতে পাঠানো হয়।

তাজউদ্দীন হাসপাতালের আরপি ডা. কামরুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় এক ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরবর্তীতে সহপাঠীরা এসে তার নিহতের মরদেহ নিয়ে গেছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ