ডেমরায় বাস ও লেগুনার সংঘর্ষে ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে ২ জন নারী। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ২ নারীসহ ৩ জনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ডেমরায় বাস ও লেগুনার সংঘর্ষের বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রুবেল বলেন, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ডেমরা থানার পাইটি নামক এলাকায় আসিয়ান নামে একটি লেগুনা ও বাসের সংঘর্ষ হয়।
এতে ৬ জন গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।