ঢাকা-১০ আসনে নৌকার প্রতীক পেলেন চিত্রনায়ক ফেরদৌস আহমদ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ নৌকা প্রতীক পেলেন। আজ সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো: সাবিরুল ইসলামের কাছ থেকে নৌকা প্রতীক সংগ্রহ করেন তিনি।
বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো: সাবিরুল ইসলাম আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকার ১৫টি আসনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের হাতে নৌকা প্রতীক তুলে দিচ্ছেন।
নৌকা প্রতীক সংগ্রহের পর চিত্রনায়ক ফেরদৌস বলেন, বিকেল তিনটায় রাজধানীর নিউমার্কেট এলাকায় নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি।
এ সময় আরও ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন। এটা আমার জীবনের সব থেকে বড় সফলতা। নির্বাচনে জয়ী হয়ে ঢাকা-১০ আসনের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করব। যে উন্নয়ন হয়েছে সে ধারা অব্যাহত রাখার জন্য কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেছেন ফেরদৌস আহমেদ।
প্রতীক বরাদ্দের সময় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে অতিরিক্ত লোকজন থাকার প্রসঙ্গে ফেরদৌস বলেন, আমার আচরণবিধি লঙ্ঘন হয়নি। এখানে যাদের দেখছেন অনেককেই আমি চিনি না। আমাকে ভালোবাসেন বলে অনেকে দেখতে আসতে পারেন।