নারায়ণগঞ্জে তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
বুধবার (২৬ জুন) দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আগুনে তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে বিকট শব্দে কম্পিত হয় ওই এলকা।
অগ্নিকাণ্ডের বিষয়টি বিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: ফখরুদ্দিন আহমেদ।
মেঘনা ডিপো সূত্রে জানা গেছে, ওই জাহাজে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরার দিকে যাচ্ছিলো। এ সময় জাহাজে ভেতরে কয়েকজন শ্রমিক ছিলেন। তারা ভিতরে খাবার রান্না করছিলেন।
সেখান থেকেই হয়তো এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তাদের মধ্যে একজন শ্রমিক পাড়ে উঠতে পারলেও বাকিরা এখনো নিখোঁজ আছেন। ওই আহত শ্রমিককে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও জানা গেছে, ওই জাহাজটিতে ৮৬ ড্রাম পেট্রোল এবং ৭০ ড্রাম ডিজেল ছিলো। প্রায় সবগুলো তেল বোঝাই ড্রাম অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরিত হয়। ফতুল্লা ফায়ার স্টেশনের দুটি, পাগলা স্থল কাম নদী ফায়ার স্টেশনের দুটি, নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের দুটি, হাজীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ও সদরঘাট নদী স্টেশনের একটি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
নারায়ণগঞ্জে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: ফখরুদ্দিন জানান, আমরা অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি, দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আগুন চলমান রয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কিনা তা দেখা হচ্ছে। আগুনের সূত্রপাত তদন্ত শেষে বলা যাবে।