রাজধানীর শুক্রাবাদ এলাকার একটি বাসা বাড়িতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের ৩ জন গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে শুক্রাবাদ বাজার এলাকায় একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে।
দগ্ধরা হলেন, মো: টোটন (৩৫), তার স্ত্রী নিপা আক্তার (৩০) এবং তাদের শিশুপুত্র মো: বায়জিদ (৩)। তাদেরকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার ভোরে ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় একটি বাসা বাড়িতে গ্যাস বিষ্ফোরণের ঘটনায় ৩ জনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তাদের মধ্যে মো: টোটন নামের এক ব্যক্তির শরীরের ৫০ শতাংশ, তার স্ত্রী নিপার ৩২ শতাংশ এবং শিশুসন্তান বায়জিদের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।