দিনাজপুরে ৮৬ কেজি গাঁজাসহ আইনুল হক নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের উত্তর ভাটিনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, সোমবার (৮ এপ্রিল) রাতে সদর উপজেলার উত্তর ভাটিনা এলাকায় একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আইনুল হককে গ্রেপ্তার করেছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি আইনুল হক একই এলাকার মো: হাছেন আলীর ছেলে। তবে এ ঘটনায় পলাতক রয়েছে মূলহোতা একাধিক মাদক মামলার আসামি সেলিনা খাতুন। পলাতক নারী মাদক কারবারি সেলিনা খাতুন দিনাজপুর সদরের রাণীগঞ্জ মোড় এলাকার মো: রেজাউল করিমের স্ত্রী।
দিনাজপুরে ৮৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তারের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের উপপ-রিচালক মো: শহিদুল মান্নাফ কবীর জানান, ঈদকে কেন্দ্র করে নিত্য নতুন কৌশল পাল্টে বেপরোয়া হয়ে উঠেছে এসব মাদক কারবারিরা। সে জন্য ডিএনসিও তাদের অভিযান জোরদার করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক মাদক কারবারির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাদক সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।