দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট পরিদর্শক মো: আমির হোসেন।
ঋণের নামে সোনালী ব্যাংকের ৩২ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩০ জানুয়ারি যৌথ বাহিনীর হাতে আটক হন গিয়াস উদ্দিন। এরপর থেকে এখন পর্যন্ত তিনি কারাগারেই আছেন। তার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, মানি লন্ডারিং, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টিরও বেশি মামলা হয়।
২০১৩ সালে ১ মামলায় গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছরের কারাদণ্ড হয়। এর আগে তাকে অস্ত্র আইনের মামলায় ১০ বছর কারাদণ্ড হয়েছে, যা পরে উচ্চ আদালত ওই রায় বাতিল করে দেন। এ ছাড়াও অবৈধ সম্পদ অর্জনের এক মামলায় তিনি ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
গিয়াস উদ্দিন আল মামুনের আইনজীবী হেলাল উদ্দিন বলেন, তার বিরুদ্ধে করা সবগুলো মামলায় তিনি আজ জামিন পেয়েছেন। যে মামলাগুলো সাজা হয়েছিল, তার চেয়ে বেশি সময় ধরে জেলে আছেন তিনি। কাশিমপুর কারাগার থেকে কিছুক্ষণের মধ্যেই কারামুক্ত হবেন তিনি।