দেশের ১১টি অঞ্চলে দুপুরের মধ্যেই দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৪ সে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার এই পূর্বাভাসে যেসব অঞ্চল ঝড়-বৃষ্টির ঝুঁকিতে রয়েছে, সেগুলো হলো—ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের সঙ্গে এই দমকা হাওয়া বয়ে যাবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, যারা এসব এলাকায় নৌপথে যাতায়াত করবেন, তারা যেন সাবধানতা অবলম্বন করেন এবং নৌবন্দরগুলো যেন আগেভাগেই সতর্ক হয়।