অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া এই দলটির নেতারা ঘোষণা দিয়েছেন, তারা কোনো বিদেশি মতাদর্শ নয়, বরং বাংলাদেশপন্থি রাজনীতি করবেন।
দল গঠনের পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, “রাজনীতির আগেও আমার প্রথম পরিচয়—আমি একজন মুসলমান। আমি এই পরিচয় গর্বের সঙ্গে ধারণ করি এবং আজীবন করেই যাবো।”
তিনি আরও বলেন, “আমি আমার বিশ্বাস কিংবা আমার দেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে কোনো রাজনীতি করবো না। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের রাজনৈতিক আদর্শে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই স্থান পাবে না।”
সম্প্রতি একটি বিষয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি ব্যাখ্যা দেন, “যা হয়েছে, তা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা মানুষ, আমরা নির্ভুল নই। তবে কোনো ভুল হলে আমি চাই, আপনারা আমাদের আপন ভাইয়ের মতো ভুল ধরিয়ে দেবেন। ‘যদি’, ‘কিন্তু’ কিংবা ‘অথবা’ ছাড়াই আমরা ভুল সংশোধন করবো।”
জনগণের প্রতি আস্থা রেখে রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা জানিয়েছেন, তারা দেশের স্বার্থ ও জনগণের বিশ্বাসের সঙ্গে কোনো আপস করবেন না এবং নতুন প্রজন্মের জন্য একটি নৈতিক ও আদর্শিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে চান।