ভারতের আসাম ও মেঘালয়ে টানা বৃষ্টির কারণে উজানের পাহাড়ি পানি দ্রুত নেমে আসছে। এর ফলে বাংলাদেশে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোণা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে।
এই সতর্কবার্তা দিয়েছে বেসরকারি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডটকম। সংস্থাটির প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, মঙ্গলবার (২০ মে) থেকে বুধবার দুপুর পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি দ্রুত নদনদীতে প্রবেশ করতে পারে।
শেরপুরে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। জেলার বেশির ভাগ এলাকায় গত চার দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে নদনদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে জেলার চেল্লাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, চেল্লাখালী নদীর পানি মাত্র এক রাতেই বিপৎসীমার অনেক ওপরে উঠে গেছে। গতকাল সোমবার রাত ১০টায় যেখানে পানির উচ্চতা ছিল ৩৯ সেন্টিমিটার, সেখানে মঙ্গলবার সকাল ১০টায় তা দাঁড়ায় ১০৬ সেন্টিমিটার।
পাউবোর স্থানীয় কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে ভারতের উজানে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নদীতে পানি হু-হু করে বাড়ছে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল আরও বলেন, “নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। বিশেষ করে শেরপুর ও সুনামগঞ্জ জেলার কিছু এলাকা বন্যার মধ্যে পড়তে পারে।”