নওগাঁ জেলা শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন নওগাঁ সেন্টাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো: মহাতাফ হোসেন ও দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাণীনগর উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল গফুর প্রাং।
জানা যায়, শনিবার জেলার ১১টি উপজেলার নির্ধারিত কাউন্সিলরদের উপস্থিতিতে আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশে নওগাঁ সেন্ট্রাল গার্লস হাই স্কুলে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের অধীনে কাউন্সিল অধিবেশন পরিচালিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নওগাঁর ঐতিহ্যবাহী বদলগাছি উপজেলার বালুভরা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব। কাউন্সিলে ৬৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়।
জানতে চাইলে শিক্ষক মো. আব্দুল গফুর প্রামাণিক বলেন, আমাকে দ্বিতীয়বার নির্বাচিত করায় আমি জেলার সকল শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। আমি আশাবাদী আগামীতে মানসম্মত শিক্ষার মান আরো প্রসারিত করতে এবং শিক্ষকদের বিভিন্ন দাবী আদায়ে নতুন গঠিত জেলা শিক্ষক সমিতি দৃঢ় ভূমিকা রাখতে সচেষ্ট থাকবো।
জেলা শিক্ষক সমিতির সভাপতি মহাতাফ হোসেন বলেন, আমাকে ঐতিহ্যবাহী এ জেলা শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত করায় জেলার সর্বোস্তরের শিক্ষক-কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা জানায়। সেই সাথে সকলের কাছে দোয়া চাই আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।