নওগাঁয় বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। (১ ডিসেম্বর) সকাল ১০টায় নওগাঁ জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: জাকির হোসেন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন ।
নওগাঁয় বছরের ১ম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শির্ক্ষাথী এবং অভিভাবকেরা। নতুন বছরের শুরুতে শিক্ষার্থীরা বই পাওয়ায় পড়াশোনায় মনযোগী হবে বলে জানিয়েছেন অভিভাবক ও সংশ্লিষ্টরা। এ বই বিতরণ উৎসব অনুষ্ঠানে জিলা স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল আজিজ সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর জেলায় প্রাথমিক, মাদ্রসা ও মাধ্যমিকের জন্য ৪৩ লক্ষ ৪৪ হাজার ৫৪৬টি বইয়ের চাহিদা পাঠানো হয়েছিল। ইতিমধ্যে ৩১ লক্ষ ৭৭ হাজার ১৮৫টি বই পেয়েছি।