নওগাঁর পোরশায় এক অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই আসামিকেই এক লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম ও ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো: মেহেদী হাসান তালুকদার মামলার এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দু’জন আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সাকিল (২৪), পোরশা উপজেলার সুরানন্দ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আব্দুল আলীম (৩০), আলাদিপুর গ্রামের রবুর ছেলে।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৮ মার্চ রাতে মাত্র ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে যায় সাকিল। পরে সুরানন্দ গ্রামের হাবিবুল্লাহ শাহ্ এর আমবাগানের দোচালা ঘরে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে সাকিল ও তার সহযোগী আব্দুল আলীম।
ঘটনার পরপরই ভুক্তভোগী নিজেই থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে অভিযোগের সত্যতা মেলে এবং পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। চলতি বছরের শুনানিতে রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষী উপস্থাপন করে। সব প্রমাণ ও সাক্ষ্য বিশ্লেষণ করে বিচারক দুই আসামিকে দোষী ব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড দেন। এসময় জরিমানার অর্থ ভুক্তভোগী স্কুলছাত্রীকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম সন্তোষ প্রকাশ করেন। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।