নড়াইলের কালিয়ায় ধানখেত থেকে হামিদা খানম (৬) নামের এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশু হামিদা খানম (৬) কালিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের সাহানুর শেখের মেয়ে। ঘটনার আগের দিন রাতে বাড়ির পাশে হত্যার হুমকি দেওয়া একটি চিরকুট পাওয়া যায় বলে নিহতের পরিবারের সদস্যরা দাবি করেন।।
জানা গেছে, গতকাল দুপুর ২টার দিকে শিশু হামিদার মা জ্বরে আক্রান্ত হয়ে শুয়ে ছিলেন। এ সময় হামিদা তার বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়। পরে বিকাল পার হলেও হামিদার বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। তবে আশপাশে কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে এদিন সন্ধ্যার দিকে বাড়ির উত্তর পাশের একটি ধানখেতে শিশু হামিদা খানমের মরদেহ পড়ে থাকতে দেখেতে পান স্থানীয়রা। এ সময় রশি দিয়ে হাত বাঁধা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।
নড়াইলের কালিয়ায় ধানখেত থেকে শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুতই গ্রেফতার করা হবে বলেও জানান তিনি