নাইকো দুর্নীতি মামলায় বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১৪ অক্টেবর) কোনও সাক্ষী আদালতে না আসায় রাজধানীর বিশেষ জজ আদালত-৯ এর ভারপ্রাপ্ত বিচারক প্রদীপ কুমার এই দিন ধার্য করেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া ও হান্নান ভুইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। আজ সকালে সাক্ষীগ্রহনের সময় আদালতে কোনও সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষ পরবর্তী সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন। নাইকো দুর্নীতি মামলায় এখন পর্যন্ত মোট ৬৮ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
মামলার অন্য ৭ আসামিরা হলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো: কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ ও ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া। এদের মধ্যে, মীর মইনুল হক, মো: কাশেম শরীফ ও কামাল উদ্দিন পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মো: মাহবুবুল আলম রাজধানীর তেজগাঁও থানায় বেগমস খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে এই মামলা করেন।