নাটোরের বড়াইগ্রামে বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো: ওমর ফারুক (৩২) নামের এক ব্যক্তি নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে বনপাড়া থেকে ঢাকাগামী মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেলের চালক ওমর ফারুক সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চোপাকিয়া এলাকার মো: দরদ জামানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে সিরাজগঞ্জ থেকে নাটোরগামী মোটরসাইকেলটিকে ঢাকা থেকে আসা কুষ্টিয়াগামী কেটিসি হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মো: ওমর ফারুক মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ সময় একই দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে পড়া হানিফ পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে ৫ জন যাত্রী আহত হন। পরে আহতদের স্থানীয় ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত হানিফ পরিবহনের বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।