নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে রাজু (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) ফতুল্লার পিলকুনি কবরস্থান সংলগ্ন ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত মঙ্গলবার (১২ মার্চ) রাতে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হয় রাজু। নিহত অটোরিকশা চালক মো: রাজু ফতুল্লার লালপুর পৌষারপুকুর পাড় এলাকার মো: মোক্তার হোসেনের ছেলে।
অটোরিকশার গ্যারেজ মালিক বাবুল হোসেন জানান, মঙ্গলবার (১২ মার্চ) রাতে তারাবি নামাজ শেষে দশটার দিকে অটোরিকশা নিয়ে বের হয় বাবুল। বুধবার (১৩ মার্চ) সকালে তার গ্যারেজে ফিরে আসার কথা ছিল। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়, রাজুর বাসায় খোঁজ নিয়ে জানা যায় বাসায় ফেরেনি সে। বুধবার সারা দিন তার অপেক্ষা করা পর রাতে থানায় গেলে বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযোগ করার পরামর্শ দেন। কিন্তু সকালে শুনলাম রাজুর মরদেহ পাওয়া গেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, নিখোঁজের ২ দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে রাজুকে হত্যা করা হয়েছে। তাঁর ব্যবহৃত অটোরিকশা এখনও পাওয়া যায়নি। মরদেহটি ডোবায় ২ দিন পরে থাকায় পচন ধরেছে। ফলে কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা সুরতহাল প্রতিবেদনে স্পষ্ট নয়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জান্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃতুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।