জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন,“ডিসেম্বর থেকে জুন—এই সময়ের মধ্যেই নির্বাচন হবে। এর বাইরে একদিনও এগিয়ে-পেছানোর সুযোগ নেই।”
শুক্রবার (২৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত প্রাণিবিদ্যা সমিতির জাতীয় সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, “আমরা কেবল নির্বাচন করতে আসিনি। উপদেষ্টা পরিষদ হিসেবে আমাদের দায়িত্ব তিনটি, সংস্কার, বিচার এবং নির্বাচন। কিন্তু আমরা সব সময় দায়িত্ব পালনে বাধার মুখে পড়ছি। বিভিন্ন মহল নিজেদের দাবি নিয়ে রাস্তায় অবস্থান নিচ্ছে, যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এতে আমরা কার্যত অচল অবস্থায় পড়ছি।”
তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব পালন তখনই সম্ভব, যখন সবার কাছ থেকে সহযোগিতা আসবে। প্রত্যাশা করা এক জিনিস, আর বাস্তবে কাজ করা আরেক জিনিস। অনেক সময় আমরা চেষ্টা করেও কাজ করতে পারছি না।”
নির্বাচন নিয়ে চলমান আলোচনার বিষয়ে উপদেষ্টা বলেন, “প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন—ডিসেম্বর থেকে জুন। এর বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। এই বিষয়টি নিয়ে আর অনিশ্চয়তা ছড়ানো উচিত নয়। সময়সীমা স্পষ্টভাবে নির্ধারণ করা আছে।”
তিনি বলেন, “আমরা দায়িত্ব পালন করতে পারলে দায়িত্বে থাকা প্রাসঙ্গিক। আর যদি পারি না, তাহলে ব্যক্তিগত কাজেই ফিরে যেতে হবে। কিন্তু যতক্ষণ দায়িত্বে আছি, ততক্ষণ দায়িত্ব পালনের চেষ্টা করব।”
রিজওয়ানা হাসান বলেন, “আমরা গভীরভাবে ভাবছি—যেসব প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তা কীভাবে মোকাবিলা করা যায়। না পারলে করণীয় কী হবে, তাও ভাবনায় আছে।”