আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, আমাকে দেখে কি মনে হয়, আমি নির্বাচনে লড়বো?
বুধবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট ফরওয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন হবে না? কোনো অপরাধ করে থাকলে শেখ হাসিনা দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা উচিত।’
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ‘বাংলাদেশে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে আমার কাছে কোনো সময়সীমা নেই। যে কয়টি কমিশন গঠন করা হয়েছে, তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হবে।’
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।