পাবনায় ট্রাকচাপায় তিনজন কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন কৃষিশ্রমিক। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে সাঁথিয়া উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনার সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাব হোসেনের ছেলে মো: খোকন মিয়া (২৭), একই উপজেলার ছোন্দহ গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মো: ধনী (৫০) ও আবু সাইদের ছেলে মো: রাসেল (২৭)। আহত ব্যক্তিরা সাঁথিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে চিকিসাধীন রয়েছে
স্থানীয়রা জানান, কয়েকজন কৃষিশ্রমিক পেঁয়াজ লাগানোর জন্য একটি করিমনযোগে উপজেলার মাধপুর এলাকার দিকে যাচ্ছিলেন। আজ ভোর ৫টার দিকে অপর দিক থেকে আসা দ্রুতগামীর একটি ট্রাক করিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন কৃষিশ্রমিক নিহত হন, আহত হন আরও ৫ জন।
পাবনায় ট্রাকচাপায় নিহত তিন কৃষিশ্রমিক, আহত ৫ বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা যায়নি। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।