এখন থেকে আর পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নিজ কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, পাসপোর্ট আমাদের নাগরিক অধিকার। জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মতো পাসপোর্টও এই দেশের নাগরিকদের একটি পরিচয়পত্র। জন্মসনদ ও এনআইডির জন্য যেমন আমাদের পুলিশ ভেরিফিকেশন করা লাগেনি, তেমনি পাসপোর্টের জন্যও লাগবে না। এই দেশের নাগরিক হিসেবেই আমরা তা পাবো।
পাসপোর্টের জন্য কেন পুলিশ ভেরিফিকেশন লাগবে প্রশ্ন রেখে প্রধান উপদেষ্টা বলেন, আমরা আইন করেছি, এখন থেকে আর পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।
বর্তমান সরকারের এই ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে দেশের সকল জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।