পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ পিরোজপুর জেলা কমিটির সভাপতি মো: ফয়সাল আকনকে (৩২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পিরোজপুর শহরতলীর নামাজপুর এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা আহত ফয়সালকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠায়।
আহতের পরিবার জানায়, রাত ৯টার দিকে ফয়সাল বাড়ি থেকে বের হয়ে সামনের রাস্তায় যায়। সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ফয়সালকে রক্তাক্ত জখম করে।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক জানান, ফয়সাল আকনের শরীরের বেশ কয়েকটি জায়গায় মারাত্মক জখম আছে। শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে, পরে তাকে খুলনায় রেফার্ড করা হয়েছে।
এদিকে, ফয়সাল আকনের উপর হামলার প্রতিবাদ জানাতে শুক্রবার রাতেই শহরে বিক্ষোভ করেছে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম মো: রেজাউল করিমের অনুসারীরা। বিক্ষোভ মিছিল থেকে ফয়সাল আকনের উপর হামলাকারীদের আটকের দাবি জানানো হয়। সংসদ সদস্য রেজাউল করিমের অনুসারী আহত ফয়সাল আকন।
পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে যখমের বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) শেখ মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনা ঘটার পর থেকে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।