বগুড়ার শেরপুর পৌর শহরের ধুনট মোড় ট্রাক টার্মিনাল সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা জারি করেছিল পৌর প্রশাসন। তবে নির্ধারিত সময়সীমা পার হলেও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ২৭ ফেব্রুয়ারি সিনিয়র সহকারী জজ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে পৌরসভার অভিযান স্থগিত রয়েছে, ফলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ এখন অনিশ্চিত।
পৌরসভা সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারির জরিপে সিএস দাগ নং ২৪১৭-এর নির্দিষ্ট অংশে পৌর বিধি লঙ্ঘন করে ৫ ফুট জায়গা ফাঁকা না রেখে স্থাপনা গড়ে তোলা হয়েছে। ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক নোটিশ ইস্যু করে ৭ দিনের মধ্যে স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

ট্রাক টার্মিনাল সংলগ্ন স্থাপনার মালিক মৃত শফিকুল ইসলাম তারুর দুই মেয়ে মোছা: শারমিন আকতার তানি ও তাসমিয়া তন্ময় আকতার তিথীর নামে এই নোটিশ দেওয়া হয়। তবে ২৭ ফেব্রুয়ারি আদালতের নিষেধাজ্ঞার ফলে উচ্ছেদ অভিযান থমকে গেছে।
স্থানীয় চেইন মাস্টার মো: সুজাউদৌলা সহ একাধিক শ্রমিক বলেন, “আমাদের টার্মিনালের জায়গা আশপাশে দখল হয়ে গেছে। এখানে একটি যাত্রী ছাউনি খুবই প্রয়োজন। আমরা চাই পৌরসভার উদ্যোগে সব অবৈধ দখলকৃত জায়গা মুক্ত করে যাত্রীদের জন্য উপযোগী ব্যবস্থা করা হোক।”
তবে এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলে স্থাপনার মালিকদের পক্ষ থেকে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে শেরপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান জানান, আইনি জটিলতা কাটিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পৌর বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে পৌর প্রশাসন দৃঢ় অবস্থানে রয়েছে