প্রাণী সম্পদ সেবা ও প্রদর্শনীতে রাজশাহী বিভাগে এ বছরে বেস্ট পারফর্মার হিসেবে প্রথম স্থান পেয়েছেন বগুড়ার শেরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: রায়হান পিএএ। প্রাণী সম্পদের বার্ষিক সেবা ও প্রদর্শনী বাস্তবায়নে, ৪২ টি সূচকের বিপরীতে সামগ্রীক মূল্যায়নে, বিভাগের ৬৭টি উপজেলার মধ্যে শেরপুর উপজেলা প্রাণীসম্পদ অফিসারকে বেস্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। রবিবার রাজশাহী বিভাগীয় কমশিনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে বিভাগের বেস্ট পারফর্মেন্স অ্যায়ার্ডে ভূষিত হন এই কর্মকর্তা।
বিভাগীয় কমশিনারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রাণী সম্পদ অধিদপ্তরের সেমিনার ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. নাহিদ রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো: এমদাদুল হক তালুকদার, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ডা. মো: মোকসেদ আলী।অনুষ্ঠানে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রথম স্থান অর্জনের অনুভূতি জানতে চাইলে শেরপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো: রায়হান জানান, প্রতিটি স্বীকৃতি মানুষকে শক্তি যোগায় অনুপ্রেরণা বাড়ায়, তবে পেশাদারিত্বের ঝুঁকিও বাড়িয়ে দেয়, তখন সম্মান অক্ষুন্ন রাখতে কার্যপরিধিও বেড়ে যায়। আসলে এই অর্জন সকলের শ্রম ও সহযোগিতায় সম্ভব হয়েছে।