ফেনীর ছাগলনাইয়ায় চট্টগ্রামগামী মেইল ট্রেন ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ট্রেন চলাচলের সময় গেট না আটকে না দেয়ার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (০৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে ১ জনের নাম মো: মিজান (৩২)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার কাউয়ারাহা এলাকার মো: আবুল হাওলাদারের ছেলে। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর গেটম্যান মো: সাইফুল পালিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গেছে, ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নং রেলগেইটে সকাল ৮টার দিকে গেটম্যান দায়িত্বরত অবস্থায় ছিলো না। চট্টগ্রামগামী মেইল ট্রেনটি অতিক্রম করার সময় গেট বেরিয়ার দাঁড় করানো অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী একটি ট্রাক রেললাইন পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ রেললাইনের উপর পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও মরদেহগুলো সরিয়ে নেয়। এরপর ছাগলনাইয়া থানা পুলিশ নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
ফেনীর ছাগলনাইয়ায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষের বিষয়ে ফেনীর পুলিশ সুপার (এসপি) মো: জাকির হাসান জানান, বালুবাহী একটি ট্রাক রেল ক্রসিং করার সময় চট্টগ্রামগামী মেইল ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।