ফের ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারতের অভ্যন্তরে রপ্তানি স্লট বুকিং চালু হওয়ায় বধুবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পেঁয়াজ বোঝাই ৫টি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে। এর মাধ্যমে আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানির কার্যক্রম শুরু হলো।
আজ দুপুরে গণমাধ্যমের বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি জানান, ভারতে স্লট বুকিং বন্ধ থাকায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে পারেননি ভারতীয় ব্যবসায়ীরা। গতকাল রাতে সমস্যার সমাধান হলে বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়। সমস্যা কাটিয়ে খুব দ্রুতেই সকল ধরনের পণ্য ভারত থেকে আমদানি করা হবে বলেও জানান তিনি।
হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, হিলি স্থলবন্দর দিয়ে চলমান সপ্তাহে ভারত থেকে ৫৫টি ট্রাকে ২ হাজার ২০০ টন চাল, ১৬৬টি ট্রাকে ৪ হাজার ৭০০ টন আলু এবং ৪৫টি ট্রাকে ১ হাজার ৩০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।