শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

বগুড়া জেলা কারাগার অনিরাপদ, স্থানান্তরের সুপারিশসহ ১২ দফা নিরাপত্তা প্রস্তাব

বিশেষ সংবাদ

বগুড়া জেলা কারাগারকে ‘সম্পূর্ণ অনিরাপদ’ ঘোষণা করে এটি শহরের বাইরে স্থানান্তরের সুপারিশ করেছে তদন্ত কমিটি। জেলা প্রশাসনের গঠিত পাঁচ সদস্যের কমিটি কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে আরও ১২টি সুপারিশ দিয়েছে।

গত বছরের ২৫ জুন রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার দুর্ধর্ষ কয়েদি সেলের ছাদ ফুঁটো করে এবং দেয়াল টপকে পালিয়ে যায়। এ ঘটনা প্রকাশ্যে আসার পর কারাগারের নিরাপত্তা ত্রুটি নিয়ে আলোচনা শুরু হয়।

কয়েদি পালানোর পর জেলা প্রশাসনের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি কারাগারের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে। এ কমিটিতে একজন অতিরিক্ত পুলিশ সুপার, র‌্যাব, ফায়ার সার্ভিস এবং গণপূর্ত বিভাগের প্রতিনিধি ছিলেন

তদন্ত কমিটি ১৯ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়ে জানায়, পাশের সেলে থাকা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্যদের কাছ থেকে পালানোর পরিকল্পনার ধারণা পায় কয়েদিরা।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, কারাগারটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত, যা নিরাপত্তার জন্য হুমকি। তিনি বলেন, ‘জেলখানাটি শহরের বাইরে স্থানান্তর করা হলে নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।’

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতারও কারাগার স্থানান্তরের বিষয়ে একমত পোষণ করে বলেন, ‘বগুড়ার বেশিরভাগ স্থাপনাই কনজাস্টেড এলাকায় অবস্থিত। এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হতে পারে, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবে।’

জেল পালানোর ঘটনায় দায়িত্বে থাকা তৎকালীন জেলার ফরিদুর রেজা রুবেলকে লঘু শাস্তি হিসেবে তিরস্কার করা হয়েছে, আর জেল সুপার আনোয়ার হোসেনকে দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে, বগুড়া কারা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানিয়েছেন, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে। আগামী অর্থবছরে একটি প্রকল্পের মাধ্যমে কারাগার প্রতিস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ব্রিটিশ আমলে ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত বগুড়া কারাগার এক শতাব্দীরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে কয়েদি পালানোর ঘটনায় ২০ জন কারারক্ষীর বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

হাতে মেহেদি দিয়ে ‘এস’ লিখে কাকে ইঙ্গিত দিলেন পরীমণি?

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের চমকে দিলেন। ঈদুল ফিতর উপলক্ষে শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও হাতে মেহেদির রঙে বিশেষ এক অক্ষর...

জনপ্রিয়

অপরাধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-মুখপাত্র তানিফা আহমেদ মারা গেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিফা আহমেদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনাটি...

ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিয়ে কয়েকদিন ধরে ব্যাপক অস্থিরতা দেখা গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার পর এতে বড় ধরনের পতন ঘটেছে। ট্রাম্পের...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-মুখপাত্র তানিফা আহমেদ মারা গেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিফা আহমেদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল)...

ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিয়ে কয়েকদিন ধরে ব্যাপক অস্থিরতা দেখা গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার...

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে এশিয়ার শেয়ারবাজারে ধস

যুক্তরাষ্ট্রের ১৮৫টি দেশ ও অঞ্চলের পণ্যে শুল্ক বৃদ্ধির ঘোষণার পর এশিয়ার শেয়ারবাজারে ব্যাপক ধস নেমেছে। এতে বৈশ্বিক বাণিজ্য...

“ভারতীয় মিডিয়া মিথ্যা প্রচারে চ্যাম্পিয়ন”: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী...