বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এ লক্ষ্যে আগামীকাল শনিবার (১২ এপ্রিল) জনমত আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পৌর প্রশাসন।
স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখা থেকে ১০ এপ্রিল জারিকৃত এক গুরুত্বপূর্ণ চিঠিতে বগুড়ার জেলা প্রশাসককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘সিটি করপোরেশন (প্রতিষ্ঠা) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুসারে নির্ধারিত এলাকার অধিবাসীদের মতামত গ্রহণপূর্বক একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করতে হবে।
এই লক্ষ্যে বগুড়া পৌর এলাকা ও সংলগ্ন অঞ্চল নিয়ে সম্ভাব্য সীমানা নির্ধারণের জন্য মৌজাভিত্তিক জনসংখ্যা তথ্য এবং জরিপ মানচিত্র দ্রুত প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফিরোজ মাহমুদ।
এদিকে, বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান, “আমরা ইতোমধ্যেই মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করেছি। জনসাধারণের মতামত জানার জন্য শনিবার স্থানীয় ও জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর আগে ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগে একটি প্রাথমিক প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবের ভিত্তিতেই চিঠি জারি করে এলজিডি (স্থানীয় সরকার বিভাগ)।
বিশ্লেষকদের মতে, সিটি কর্পোরেশনে উন্নীত হলে বগুড়া শহরের নাগরিক সেবার মান ও অবকাঠামোগত উন্নয়ন বহুগুণে বাড়বে। তবে এর জন্য স্থানীয় বাসিন্দাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।