বগুড়ায় একটি ভাড়া বাসা থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শিশুপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিম পাড়ার রুলি বেগম (৩৫), খুলনার বিথি আক্তার (২৪), শেরপুরের সাথী আক্তার (৩৫) এবং কাজিতলার আব্দুল আলিম (২৭)।
স্থানীয়রা জানান, শিশুপার্ক এলাকার ওই ভাড়া বাসাটি নিয়ে বেশ কিছুদিন ধরেই সন্দেহের কথা উঠছিল। অবশেষে পুলিশের অভিযানে বিষয়টি প্রকাশ্যে আসে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছে। পরে অভিযান চালিয়ে নারীসহ চারজনকে হাতেনাতে আটক করি।”
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।