বগুড়ায় চোরাই মোবাইল ফোন উদ্ধারের জন্য অভিযান চালাতে গিয়ে এক যুবকের বাড়ি থেকে চার ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম সাদিকুর রহমান (২৩)। তিনি ওই গ্রামের মিষ্টার প্রামানিকের ছেলে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তেলিহারা গ্রামে এ অভিযান চালানো হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, একটি চোরাই মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তির সহায়তায় সাদিকুর রহমানের অবস্থান শনাক্ত হয়। পরে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ।
তিনি বলেন, ‘তল্লাশির সময় সাদিকুরের বাড়ি থেকে একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি হাসুয়া ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
ওসি আরও বলেন, “ঘটনার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানায়, সাদিকুরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি অস্ত্র উদ্ধারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে—এই অস্ত্রগুলো অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।